রঙ যথেষ্ট নয়, তবে শব্দের ভেতরও রঙ থাকে চূড়ান্ত বিষয় হচ্ছে কারো ছবি আঁকতে পারা সে আলোতে কেমন, রাতের অন্ধকারে তার মুখ কেমন হয়ে ওঠে শুধু মুখ নয় রাতকেও আঁকতে হয় রাতের বক্ররেখা অনুসরণ করেআলোর প্রতিফলনগুলো নরম ⠀⠀⠀ বা গভীর কি না মুখ ও মুখোশের সঙ্গে মিলিয়ে দেখতে হয় মানুষের মৌলিক ছবি মনে তুলে নিয়ে রঙ মেখে, রেখা টেনে টেনে ছবি আঁকতে হয় মানুষের মনে শান্তি-অশান্তি ভিতরের কণ্ঠ এবং হার্টবিট শুনেরাতে বসে বসে মানুষটার ছবি আঁকা যায় তবে রঙের প্রশ্রয় দেওয়াই যথেষ্ট নয়চূড়ান্ত বিষয় হল মানুষটাকে বুজতে পারা;তার প্রতিটি অপ্রয়োজনীয়তার সাথেমুখ ও মুখোশ খোদাই করে মানুষটাকে আঁকতে হয় Post navigation অধিকার – মো. আরিফুল হাসান দুটি কবিতা – আদ্যনাথ ঘোষ
গভীর বোধের হৃদয়গ্রাহী প্রকাশ স্যার
অসাধারণ উপলব্ধি