হলুদ রঙের প্রজাপতি – বদরুদ্দোজা শেখু
যাচ্ছিলাম ইচ্ছামতো আনমনে হেঁটেপাথর ছড়ানো দীঘল রেললাইন ধ’রে ধ’রেক্লান্ত পায়ে। মনে মনে ক’রে নিচ্ছিলামএকরাশ গৃহপালিত স্বপ্নের তল্পি-বওয়া তদারক আরদৈনিক ক্রিয়াকর্মের খুচখাচ হিসাব-নিকাশঠিক দিনের বাণিজ্য শেষে ঘর-ফিরতি ফেরিঅলার মতোঅবসন্ন,আত্মমগ্ন, ক্রমশঃই বেজায়…