মৌনতাকে জয় করার জন্য একদিন মৌনতা শিখেছিলামচাতুরতা কাটিয়ে উঠতে পারিনি,মৌনতারই জয় হয় অবশেষে।ধূমায়িত শহরের চিৎকারে কান দিইনি, চুপটি ছিলাম,বহুবার বিরক্তির ডাক পেয়েছিলাম তাকে বন্দী করে রেখেছি।জানতে পেরেছি মৌনতায় শান্তি সুখের চাদর জড়াতে চাইনা চাই একটা অদ্ভুত শান্তি!যেন না চাওয়ার আগেই প্রাপ্তি।অনেকটা অশরীরী মায়াজটিলতার বেড়া ভেঙ্গে ছিলাম সরলতার জয় করতে।আজ আমি আর মৌনতা দুজনেই যুদ্ধে জয়ী। Post navigation Ears got a different purpose – Dr.Thirupurasundari C J (Dazzle) দহন – গৌতম বাড়ই