কুণাল রায়।
পশ্চিমের আকাশটা ধোঁয়াটে,
লেগেছে যুদ্ধ,
প্রমাণ করেছে সেই সত্য,
যুদ্ধবাজরা এক একত্রিত,
নিজ স্বার্থ চরিতার্থ করবার –
এক নির্লজ্জ অভিপ্রায়!
ভেঙে গেছে সকল বিশ্বাস,
সংকটে বিশ্ববাসী,
কুন্ঠিত এই মহাপ্রাণ,
রুদ্ধ এই প্রশ্বাস,
কে জাগাবে চেতনা,
অজানা,
দ্বিধায়,
এই মনুষ্যকুল!
চলছে এক ধ্বংস লীলা,
মৃত্যুর প্রলয় নাচন,
তবে শিবের ডোমরুর,
দৈব শব্দে নয়।
অজ্ঞানতার আঁধারে,
এই সৃষ্টি আজ!
আশ্রয়হীন –
জীবন কঠিন!
ধীরে ধীরে,
ছড়িয়ে পড়ছে,
লেলিহান শিখা,
রাহুর ন্যায় –
গ্রাস করছে,
এই অস্তিত্ব!
নেই বিচারের বাণী,
নেই প্রতিবাদের সুর,
নেই শান্তির বার্তা!
আছে শুধু গ্লানি,
এক না বলা যন্ত্রণা,
রাজা রানীর যুদ্ধ নয়,
না কোন –
দাবার বর্গক্ষেত্র,
কিস্তিমাত যেখানে দূরহস্ত!
কোটি কোটি মানুষের কান্না,
অগ্নিদগ্ধ চিত্ত,
বিদীর্ণ এই আকাশ,
এই বাতাস, জল ও ভূমি!
সমরভূমি –
নিথর কায়ার ,
গগনচুম্বী মৈনাক!
রচিত এক রক্তাক্ত ইতিহাস,
কোন অধর্মকে নাশ করে,
ধর্মের প্রাণ প্রতিষ্ঠান হবে?
না –
এক নিছক জিঘাংসা,
উত্তর বড় কঠিন,
এই মুহূর্তে আজ!
প্রার্থনা নয়,
অনুরোধ নয়,
চাই শুধু –
এক মহাশক্তির –
আবির্ভাব,
ঘোচাবে যে অন্ধকার,
ফেরাবে ভোরের কলতান,
সূর্যশিখার মাঝে,
হাজার আলোক বর্ষ সম,
বিদ্যমান এক শান্তি,
নেই কোন উপমা যার ,
অনুপমা হয়ে,
রয়ে যাবে –
চিরকাল,
এই মননের প্রাঙ্গণে!!
– কুণাল রায়।
