কুণাল রায়।
এসেছিলে শরতের কোন প্রাতে,
ধারণ করে এক বিরল প্রতিভা,
কণ্ঠে বাস সরস্বতীর –
আশীর্বাদে পেল এই ভূমি,
এক ক্ষণজন্মা!
কন্ঠের মাধুর্যে,
বিমোহিত এই বিশ্ববাসী,
নেই যাঁর তুলনা,
নেই যাঁর প্রতিদ্বন্দ্বী,
নেই যাঁর বিকল্প-
আজও!
আলতো শীতের আমেজ,
করল রাহু গ্রাস!
স্থব্ধ হল স্পন্দন,
নিষ্প্রাণ এই কায়া,
যাত্ৰা আজ অমৃতলোকে!
পড়ে রইল –
কিছু মুহূর্ত,
কিছু গান,
কিছু স্মৃতি,
এই রজনীতে!!
কুণাল রায়।