মাঝ আকাশে খেলছি এখন
খেলছি আমি তারার সনে,
একটা দুটো ধুমকেতু আজ রঙ ছড়ালো আমার মনে।
আকাঙ্ক্ষা তে ডাকছি তাদের, দু-একটা দেয় যে সাড়া,
পরম স্নেহে বুকেতে রাখার, আগেই হলাম আত্মহারা।
একটা দুটো কাছেতে আসে, রাখতে চাইছি বুকের পানে
পোড়া ছাই তো এসে গেল গভীরভাবে টানার সনে ।
ঘুরপাকেতে ঘুরণ- চন্ডী খেলা এখন ভীষণ জোরে,
আকর্ষনে আটকে থাকার সাড়া পাওয়া যায় কাছে দূরে।
বেশ কিছুটা আড়াল রেখে চলছে খেলা সংগোপনে,
কেন্দ্রে আছো তারা হয়ে অথবা তারা ভাবার মানে।
তুমিওতো খেলছো আজও অনন্ত সেই শক্তি বলে,
সবাইকে সঙ্গে নিয়ে ছুটে চলেছে অসীম তলে।
এই ভাবেই তো কাছে আসার আড়াল পথ গোপন রাখা,
কক্ষ পথের গভীর ভাষা ইচ্ছামতন ইচ্ছে ঢাকা।
যখন তখন ইচ্ছা হলেও আসে না কেউই মনের টানে
সময় মত দেখা যাবে প্রতিফলনেই রং এর মানে।
আবার কোথায় পুড়তে হবে বিবর্ণ রং দেয় যে দেখা,
আলোক প্রভার সোহাগ আদরে অন্ধকারে একা একা।
ভালোবাসার কক্ষপথে ঘুরছে সবাই সঙ্গপনে,
ত্রিকোণমিতির কোন বেড়ে যায়, সরণ শূন্য একক মনে।