Alekh

অলিগলি আঁকাবাঁকা শহুরে রাস্তা ।

ল্যাম্পপোস্টের মিটমিট আলোর ঝলকানি,
রাতের আঁধারে গুটিকয়েক লোকের আনাগোনা
তারi মাঝে একজন ছিন্নবস্ত্র পরিহিত
 দু পাশে রাস্তার পথিকের কাছে করজোড় নিবেদন
“বাবু গো দু -দিন খাইনা একটু খাবার দিবা”??
হট্ হট ্ যতসব পাগলের দল ।
 রাতদুপুরেও নিস্তার নেই চলাচল ,
হাত থেকে ছুঁড়ে দেওয়া রুটির টুকরো
ডাস্টবিনের  এক জায়গায় ঝলমলে
দৌড়ে গিয়ে তুলে গোগ্রাস ভক্ষণ ।
না না বাবু আমি পাগল নয় ,
অন্ন , বস্ত্র , বাসস্থানহীন আমি এক ভিক্ষুক
আরিফা খাতুন

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *