কুণাল রায়।
বৃহৎ এক বাড়ি,
বাড়িতে একটি মাত্র ঘর,
তালা ঝুলিতেছে,
মোর্চা ধরিয়াছে!
মনে পড়িয়া যায়-
অলস দ্বিপ্রহরের স্মৃতি কথা,
আমাদের ঠাট্টা তামাশা!
এই মুহূর্তে এক ভিন্ন স্বাদ,
অন্ধকারে গা ছম ছম করে,
কি করিব ভাবিয়া পাই না!
কোনো অশরীরী অবস্থান –
করিয়াছে কি না?
তাহাও জানি না!
দিন কাটিয়া,
সন্ধ্যা নামে,
আমি অপলকে চাহিয়া থাকি,
ওই ঘরের দিকে।
হঠাৎ করিয়া বৃষ্টি নামিয়া,
ঝাপসা করিয়া দেয় এই দৃষ্টি-
তবু অমলিন সেই স্মৃতিবিন্দু,
যাহাকে ঘিরিয়া গড়ে ওঠে-
এক নবীন কাহিনী!!
– কুণাল রায়।
