প্রদীপের বাতিটা নিভে আসছিলো ক্রমশ ;
একটু একটু করে তেল দিয়ে, কাঠি দিয়ে উসকে দিয়েছো কাপাস তুলোর সলতে ।
নরম আলোর শিখা আগলে রেখেছিলে দুহাতে আড়াল করে , সামান্য বাতাসে এমনকি প্রবল ঝড়েও..
আমার সব আবেগ,ভালোবাসা অভিমান আজ পাথরের দেওয়ালে মাথা ঠুকে ঠুকে ক্লান্ত ,অবসন্ন !
শুধু তুমি নেই বলে…
আমার সব শব্দকে তাই , কাগজের নৌকো করে ভাসিয়ে দিলাম তমালের জলে।
তুমি ছাড়া আমার কোনো অক্ষর নেই,কবিতা নেই,কন্ঠ নেই,ভাষা নেই ,সুর নেই ;
অস্তিত্বও নেই ।
যে তুমি জড়িয়ে ছিলে এতগুলো বছর ,
কেন ছেড়ে চলে গেলে সখা ?
প্রতিদিনের ভালোবাসা ক্লান্ত করলো তোমাকে ?
আমাদের সবার বাঁধন কী এতটাই আলগা ছিলো ?
তোমাকে লতার মতো জড়িয়ে থাকতে থাকতে ,
তোমাকে অবলম্বন করেই বাঁচতে শিখেছি ।
সব জেনেও তুমি … !