পরাগ মন্ডল
একটা চাদর গায়ে দিয়ে আছি, স্যার
সেটা তো মিথ্যার…
প্লিজ সরাবেন না
পূর্ণ বিবস্ত্র হয়ে যাবো।
সকলে আমাকে বারবার নগ্ন করবে,
আর বারবার ধর্ষণ করবে।
ঘরে, স্নানঘরে,বিছানায়, খাটে
অফিসে, রাস্তায়, পথে-ঘাটে, মাঠে
শরীরে ঠিক সয়ে নেবো স্যার,
চিন্তায় পারিনা
কোনদিন যদি দেখেন
বিবস্ত্র অবস্থায় বা রাস্তায় পড়ে আছি অচেতনে,
একটা কাপড় দিয়ে অন্তত ঢেকে দেবেন
শরীর ঢাকতে নয়, লজ্জা নিবারণে।
