Alekh

আজ বৃষ্টি অতিশয় অনুরাগী,
চোখের পাতায়, গালের কোনে, ঠোঁটের মাঝে
লাগা জলের ফোঁটা গুলো প্রণয়াভিলাষী,
শীতল স্নেহময় নামবিহীন স্পর্শ
চায় না অনুমতি, চেনে না সম্মতি।

আজ জানলা খোলা থাক,
আজ হাওয়া, বাতাস, বৃষ্টি, বাদল
লিপিবদ্ধ হয় যাক,
ভিজে যাক বিছানা, বালিশ, পর্দা,
আজ প্রণয়াকাঙ্ক্ষী তার স্পর্ধা।

ভার্জিনিয়া উল্ফ্এর রূম্ অফ্ ওয়ান্স্ ওন্
পেয়েছি আমি আজ,
আজ আর ইংরেজি কবিতা লিখবো না,
হবনা গ্রামার্ কনশাস্।
আজ লিখে যাবো ব্যাকরণ হীন বাংলা,
নির্লজ্জ মিথ্যাচার বানান,
বিচ্ছিন্ন ছিন্নভিন্ন বাক্য,
কে আটকাবে আমায়?
ভার্জিনিয়া উল্ফ্এর রূম্ অফ্ ওয়ান্স্ ওন্,
পেয়েছি আমি আজ,
আজ আর ইংরেজি কবিতা লিখবো না,
হব না গ্রামার্ কনশাস ।

আজ বাংলা-ইংরেজি মিশ্রিত বৃষ্টি,
আজ ধৃষ্টতা আর নির্বাধ দৃষ্টি,
আজ নেই ভয়,
এক ঘরে মন সুখময়,
আজ দুঃখে ভিজুক সংসার,
আজ হৃদয় করে স্বার্থপর সঞ্চয়।

By Alekh

2 thoughts on “বৃষ্টি – Sanjana Srivastava”
  1. Khub osadharon hoyeche lekha ta, sotti mon chuye galo.. Khub bhalo laglo pore..God bless you.. ☺❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *