Alekh

মিথ্যা সামাজিকতা 
 
কে বলে ভাঙা মন আর ভাঙা কাঁচ কখনো লাগে না জোড়া!
কতজন কতবার জোড়া লাগিয়েছে ভাঙা কাঁচের টুকরা 
ভাঙা মন বারবার জুড়ে কত বেলা কেটে গেছে- 
 
ভালোবাসি বললেই ভালোবাসা হয় না,
পাশে থাকা মানেই সাথে থাকা না৷
তবে কেন শুধু থাকার জন্য থাকা? 
 
কেন করো মিথ্যা সামাজিকতা?
ছিল তোমার ভাবের অভাব,
ভাঙলো তাই আমার খোয়াব৷
 
আজীবন দিতে হচ্ছে ভুলের মাশুল, 
বিঁধছে কাটা তুলতে গিয়ে ভালোবাসার ফুল৷
সুখের নীড়ে ধীরে-ধীরে জাল বোনে মাকড়শা, 
 
প্রাপ্তির ঘর শূন্য বুঝেও প্রাণ দিয়ে ভালোবাসা৷ 
ধৈর্য ধরো, সহ্য করো বলেই খালাস সমাজ 
নিঃশব্দে ভেঙে যায় বারবার এই  মন৷
 
 
কিছু কিছু 
 
কিছু কিছু কথা থাকে, 
যা কাউকে যায় না বলা 
কিছু কিছু স্বপ্ন থাকে, 
যা কখনো সত্য  হয় না 
কিছু কিছু মানুষ থাকে,
যাদের খুব কাছ থেকেও যায় না চেনা 
কিছু কিছু ঘটনা থাকে, 
হৃদয়ে গেঁথে রাখার মতো নয় 
এইসব ‘কিছু কিছু’ গুলো 
মনের গহীনে গিয়ে করে যন্ত্রনা 
না পাওয়া যায় তার জন্য কোনো সান্ত্বনা৷

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *