ভাবছি যখন পা বাড়াবো নতুন কোনো সড়কে,
সামনে এক নারী এসে দাঁড়ালো,
তার ভালবাসা পাওয়ার অন্ধ আশার মোড়কে
নতুন পথে যাওয়ার ইচ্ছা হারালো ।
হৃদয় যেন স্রোতের পদ্ম , পায়নি পূজার পা দুটি ,
যেখানে যাই,ভাসে প্রেমের মায়াতে ,
জীবন তবু গড়িয়ে চলে গুঁড়িয়ে সব বাঁধুটি
থামেনা কোথাও কোনো কিছুর ছায়াতে ।
হয়না ইচ্ছা ,হাঁটছি তবু,নামছি ধূলোর ডহরে,
লক্ষ্য খুঁজে যাচ্ছি পথের খামোকা ,
বাঁচতে হবে ব’লেই কিনা শহর থেকে শহরে
দিচ্ছি পাড়ি , খুঁজছি নতুন মেনকা ।
স্বপ্ন আমার মিথ্যাই হয় ,– হয়তো এটাই নিয়তি ,
তবু সদাই অন্ধকারে হাঁটি যে ,
চোখ ফেরাতে দেখছি যাকে — সুন্দরী নয়কো অতি ,
মনটা হারায় তবু তারি শেমিজে ।
উপলব্ধি হয়েছে এই –নারীই প্রেমের মোহনা
জানি না সে সতী কিংবা অসতী ,
অবুঝ হিয়া পরিয়ে তাকে কল্প-সুখের গহনা
পথের বাঁকেই বাঁধতে চাহে বসতি ।
স্থিতাবস্থা পাইনি পোড়া শতাব্দীটার কার্ণিশে ,
পারিনি প্রেমের ভাগ্যরেখা জাগাতে ,
জোড়াতালির জীবন ধুঁকছে তারি মায়ার বার্ণিশে ,
প্রেমিক মনটা মরেনা হাজার আঘাতে ।।