১| বৃষ্টিবিন্দু
নদীর পাশে একপ্রান্তর শুকনো বালি-
নদীর মতোই আশায় বুক বেঁধে বসে থাকে
বর্ষায় যৌবনবতী হবে ব’লে,
আবহমান কাল, সেই কোন যুগ থেকে!
আর স্বপ্নের ফেরিওয়ালা ঝুলি থেকে-
বের করে আনে নিত্যনতুন স্বপ্ন,
আবার বিভোর হই আমরা, বালির মতো।
চোখ না খুলে আপাতসুখ খুঁজে যাই-
হন্যে হয়ে এদিক-ওদিক চারদিক।
স্বপ্নরা কেমন বৃষ্টিবিন্দু হয়ে প্রেমস্পৃষ্ট করে যায় বারবার।
২| আরোহণ
রামধনু রঙে খুঁজেছি তোমার রঙ-
যা মিশে ছিল না-বলা অনেক দীর্ঘশ্বাসে,
প্রেম তবু এসেছিল সবার অজান্তে
চুপিসারে, কিছুটা ইশারায় ইঙ্গিতে।
টইটম্বুর নদীর মতো ফুলে উঠেছিল
মনের বাগান; কদম, কৃষ্ণচূড়া রাঙিয়ে দিয়েছিল-
এক অনালোকিত বধ্যভূমি,
মাথা কুটে মরা আশার গাছগুলো।
গভীর গিরিখাত বেয়ে উঠে আসতে দেখি-
পরিচিত, অপরিচিত ছোট ছোট অনুভূতিকে