বৃষ্টি যেন তার ছন্দ ফেলেছে হারিয়ে ভাবনাগুলো একসাথে নির্বিকার দাঁড়িয়ে প্রেমের কদম হারিয়েছে বৃষ্টি থমকে দাঁড়িয়েছে দেখো মহাসৃষ্টি শাপলারা তাই ঘোলাটে জলে যাচিয়ে সময়কে বলে , সব ভুলে দাও বাঁচিয়ে ৷ মনগুলো সব হয়ে গেছে চুরি কে জানে দিনগুলো শুধু চেয়ে আছে গোধূলির পানে মৃত উৎসবে নেই বেঁচে নেই কেউ সৈকতে আসে একের পর এক ঢেউ ভুলে করে ফেলি ভুলের স্বরলিপি গানে বিরহ এসে শোনায় অন্তরা কানে কানে ৷ যুগের ব্যবধানে যুগ পেরিয়েছে বারবার দুর্ভাবনার দুঃসহ রাত পুড়ে হোক ছারখার ৷ Post navigation Mine to yours – Arkajit Das দু’টি কবিতা – পার্থ সারথি চক্রবর্তী
কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানাই