Alekh

প্রিয়তি

প্রিয়তি তুমি তো ভালো করেই জানো
আমার বয়েস লুকানো প্রেম
কতোখানি আহ্লাদিত হয়
তোমার পেলব কোমল ঠোঁটের লবণাক্ততায়
অথচ শতাব্দীর দীর্ঘতম চুম্বন  আজ
শতদ্রু তীরে পুরুষ্ট প্রতিরোধের সম্মুখীন
তোমার বাজারি মাস্কের মীরীয় মস্কারায়

প্রিয়তি তোমার জঙ্ঘার জংশনে
আমার আকাঙ্ক্ষার একান্ত এক্সপ্রেস ট্রেন
মৃত্যুপরোয়াহীন এক
সুতীব্র সবুজ সিগন্যালের অপেক্ষায়

দূরত্বহীন স্পর্শানুভবের এই শেষ রাত
কেবল তুমিই পারো প্রিয়তি
ওপারের চিরভোর করে দিতে
তোমার আগ্ৰাসী আম্ফান আলিঙ্গনাবদ্ধতায়

সুহাসিনীর অলোকস্পর্শী শুভদৃষ্টি

নীরবতার  নীল খামে বন্দি 
প্রগাঢ় মর্মবেদনার যে শুকনো গোলাপকুঁড়ি
আর অনতি অতীতের
কুয়াশাকীর্ণ যে দীঘল দীর্ঘশ্বাস
বলো সাধ্য কী তার
রুখবে এই জোৎস্নাপ্লাবিত দন্তকৌমুদী হাসি;

আমার অন্তরের অন্তঃপুরে
প্রোথিত  বিশ্বাসের যে শ্বাসমূল
ইস্পাতদৃঢ় নবায়িত প্রত্যয় তার :
সুহাসিনীর এই অলোকস্পর্শী শুভদৃষ্টি
সুকোমল শুশ্রুষা হবে
যাবতীয় জাগতিক দুঃখযন্ত্রণার;

অধিকন্তু , স্বাভাবিক সারল্যের এই উদ্ভাসিত মুখভঙ্গি
জানি বীরদর্পে লড়াই করে যাবে আমৃত্যু–
মানুষে মানুষে আরোপিত বৈষম্য,
বহুজাতিক সংঘপুঁজির বাজারী বেসাতি‌,
একপাক্ষিক দেহলিপ্সা
আর ক্ষমতায়িত বলাৎকারের প্রবল প্রতিপক্ষ রূপে।

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *