সেদিন একটা পাখি দেখলাম, অবিকল তোমার স্বর,
যোগাযোগটা তাহলে কবুতরেই করবে,
ফুসলিয়ে নেবে এমন অবোধ নই কিন্তু,
হঠাৎ ওই উড়োচিঠিটা দেখিয়ে বললে ওটা আমার,
কেন ভালোলাগা ছাড়া আর কাজ নেই আমার?
সাইকেলে দখিন হাওয়ার ঝড় তুলতে পারি,
তোমার আস্ত হাঁ করা চোখের সামনে,
গত বর্ষায় বলেছিলে..ও বৃষ্টি নয়, তোমার অশ্রু,
এই নিদাঘে কী বলবে? এ তোমার রাগ?
আমি কিন্তু সোনা রোদ ছড়াতে পারি বেখেয়ালে,
তখন কিন্তু সে রোদ মাখার বায়না কোর না,
তোমার চাওয়ার দাবীরা যে বড়ই ঠুনকো,
এত ভীরুতা আমার ভাল লাগে না,
“ন হন্যতে”-চাওয়াগুলো কেন লুকোতে চাও?
দেখো.. তোমার প্রকাশ রামধনু রঙ ছড়াবে,
মোহিনী মায়া, দৃশ্যের বাহ্যিকতা আমার অপছন্দের,
মাঝে মাঝে এই আদেখলাপনা তোমাতে দেখি,
মনের মতো না হতে পার, মনের বিপরীতে যেও না,
উত্তর ও দক্ষিণমেরুতেও আকর্ষণ হয়,
শুধু দরকার হয় একটা চৌম্বকক্ষেত্রের,
তাই তোমার সীমায় তুমি থাকো স্বমহিমায়,
আমার খেয়ালি খাম ঠিক চিনে নেবে তোমাকে,
দৃঢ় বন্ধনের প্রত্যয় জাগিয়ে তোমার ঠিকানায়।