জীবন কি বিশুদ্ধ পাটিগণিত?
এই কথা ভেবেছিল যারা তারা সব পরাস্ত সৈনিক।
কেবল তাসের
ঘরে অগ্নিসংযোগ।
পাথরে খোদাই করা শ্লোক।
দূরবীন দিয়ে দেখা বিন্দু বিন্দু প্রেম।
তুমি আজ শুশ্রূষাপ্রবণ।
তৃষাতুর।
তোমাকে অকাতর দিতে চাই মহার্ঘ সম্বল।
কিছু উদযাপন ও স্বতন্ত্র বিশ্বাস।
মেঘে মেঘে সন্ধি কি অভিসন্ধিমূলক?
আলোর সমীপে সবিনয় স্বীকারোক্তি।
মুছে দাও জটিল অক্ষরেখা।
কেবল জলের বুকে ভেসে থাকে
নৈবেদ্যের ফুল।