Alekh

চেতনের ঘোর লাগা সন্ধ‍্যা থেকে নেমে আসছে,
অসাড় অনুভূতিরা সারে সারে দাঁড়িয়ে,
বাঁচার আকুতিটুকু ফুসফুসে ভরে নিতে,
পিশাচের অট্টহাসি একবিংশের হৃদয়ে,
ধ‍্যস্ত, ত্রস্ত করতে এগিয়ে আসছে….কন্টক খচিত,
সিলিন্ডার উপুড় করেও অমিল প্রাণবায়ু,
সভ‍্যতার সঙ্কট জড়িয়ে নিয়েছে জ্ঞানের আলয়,
রোজের রুটি-রুজি, অপেরা হাউসে রাত নেমেছে,
হাতটা আঁকড়ে থেকেও চলে যাচ্ছে প্রিয় কবি,
এই বুভুক্ষু সময়ে বাঁচব কী করে অমৃত সৃজন ছাড়া,
বিশল‍্যকরণী নিজেই খাবি খাচ্ছে অজানায়,
পবন পুত্র-র অস্বচ্ছ দৃষ্টি বার বার বীক্ষণযন্ত্রে,
আশা দেখাচ্ছে রোজের যন্ত্রগুলো, রক্তচক্ষু হেনে,
কানে কানে বলছে-“ভয় পেও না আমরা আছি,”
ইষ্টিকুটুম স্বপ্নগুলো পাহারা দেবে বলেছে,
বলছে-“পৃথিবীকে সচল রাখ,ভয়ের মেঘ সরিয়ে।”

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *