দক্ষিণেরই মৃদু হাওয়ায়,
দোয়েল নাচে গাছের ছায়ায়।
রঙীন ফুলের দোলায় দেখি –
বসন্তরাজ মেলে আঁখি ।।
রঙের দোলায় চেপে বলি,
এসো সবাই, হ্যাপি হোলি ।
পড়বে এবার দারুণ গরম,
পরিধান হোক সুতির, নরম।।
এরই মধ্যে চলছে টিকা,
দিচ্ছে কামড় সে ভাইরাস;
কবলে সবাই, ইনা-মিনা-ডিকা,
সঙ্গে আবার ভোটের ত্রাস ।।
তবুও জীবন, তো একটাই,
বাঁচতে হবেই, সময় তো নাই।
আসুন না, সব দূরত্ব ভুলে,
বিপদে সবার পাশে দাঁড়াই।
সতর্কতা নিয়ে সাথে,
নব্য বছরে ‘বাঙালি’ হই।।