Alekh

কুণাল রায়।

Email

d274f2d56a25bc0969b7a633538fb825.jpg

জীর্ণ যা কিছু সকল,
ত্যাগ কর আজ,
পুরাতন যা কিছু,
সরিয়ে দাও বহু দূরে,
আসছে নতুন বছর,
পয়লা বৈশাখ।
একগুচ্ছ উপহার নিয়ে,
একরাশ অভিলাষ নিয়ে,
নতুন করে বাঁচতে,
প্রাণবন্ত হয়ে উঠতে!

নতুন সূর্য,
ছড়াবে আলো,
পাখিদের কলতানে,
মুখরিত হবে ভূবন,
নবীন আবরণে,
স্নিগ্ধ এই চেতনা,
পবিত্র এই কায়া,
সুবাসিত এই ছায়া!

ঘরে ঘরে,
বৈভবের আরাধনা,
মন্দিরে মন্দিরে,
মহামায়ার উপাসনা,
ধূপের মাঝে,
কাসরের শব্দে,
ঘন্টার ধ্বনিতে,
এল নতুন বছর আবার,
আসবে প্রতিবার।
নতুন আবেগ,
নতুন আবেশ,
নতুন ভরসা!!
– কুণাল রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *