কুণাল রায়।
কুচক্রী করোনা,
ছড়িয়ে ছিল বিষ,
এই আকাশে,
বাতাসে ও মাটিতে,
ছিনিয়ে নিয়েছে,
বহু প্রাণ!
তবু মরে যায়নি রং,
বিবর্ণ হয়ে যায়নি বসন্ত!
তাই –
এক হয়েছি আমরা আমরা,
এক মুঠো আকাশের নীচে!
রং লেগেছে এই মন ও প্রাণে,
দিগন্তের ওপারে লেগেছে আগুন,
আর এপারে আমরা!
বৃন্দাবন –
লীলায় মগ্ন ,
কৃষ্ণ রাধা,
প্রেমের স্পর্শে,
রঙের ছটায়,
উদ্ভাসিত,
পুণ্যভূমি!
যমুনার সলিল,
লাল, নীল, সবুজ –
পূর্ণ প্রকাশ!
আকাশে শশী,
স্নিগ্ধ আলোয়ে,
আরাধনা,
কমলা নারায়ণের,
ঘরে ঘরে!
সেই মাহেন্দ্রক্ষণ,
রং পিচকারীর দৌরাত্ম্য,
সাতরঙে রাঙানো,
তিলোত্তমার রাজপথ!
সকাল থেকে ওদের,
মুখে হাসি,
গায়ে পুরনো কাপড় –
মন তবু প্রফুল্ল!
এসেছে দোল,
এসেছে বসন্ত –
এই হালকা শীতে!
তোমার আমার মত,
ওদেরও দিন আজ –
আছে দুঃখ,
আছে ক্লেশ,
আছে দরিদ্রতা,
মুছে যায়নি প্রাণের ভাষা,
মুছে যায়নি আত্মার বাসনা,
এক টুকরো আকাশের নীচে,
প্রাণ ফিরেছে ওদের,
এক হওয়ার আকুতি,
বড়ই আজ!!
– কুণাল রায়।
