কুণাল রায়।
সেই ৮ঐ মার্চ,
এসেছে আবারো আজ,
স্বমহিমায় জানাতে এক উপাখ্যান,
বলতে এক কাহিনী,
প্রমাণিত করতে এক সত্য,
আছি ‘আমি’ আজও,
তোমাদের মাঝে,
এই পুরুষতান্ত্রিক সমাজের –
এক অংশ রূপে!
আমি সেই নারী,
যাঁকে পরীক্ষা দিতে হয়েছে বারবার,
পুরাণে ও বর্তমানে!
লাঞ্চিত আমি আজও,
বদলেছে শুধুমাত্র সময়,
বদলায়নি আকাশ, বাতাস,
বদলায়নি সমাজের স্তম্ভের –
সেই গর্ব,
সেই দর্প,
সেই মিথ্যে অহংকার!
আজও পদলিত আমি,
আজও চায়ের বাগান থেকে –
তুলে নিয়ে যাওয়া হয়,
বড়লোকের বাগানবাড়িতে!
আজও বাসে ট্রামে,
কামাসিক্ত দৃষ্টিতে কুলষিত হই আমি!
নিঝুম সন্ধ্যা নামে,
শহরের বুকে,
জ্বলে ওঠে হ্যালোজেন,
তবু –
নিরাপত্তা নেই আমার,
পুরুষতান্ত্রিক সমাজে,
পণ্য হয়ে থেকে গেলাম চিরকাল!
মানুষ বলে আধুনিকা আমি,
কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি,
উচ্চপদে আসীনা,
নেই কোন স্বীকৃতি,
নেই কোন বাহবা,
আছে শুধু উপহাস,
এক বিদ্রূপ!
মনে হয় –
আমি কি সত্যি
অবলা?
দূর্বল?
অসহায়!
শক্তি উপাসনার,
এই মানবতীরে,
আমারই অবমাননা!
লজ্জা নিবারণের প্রয়োজনে,
সেই মাহেন্দ্রক্ষণে,
রিক্ত পদে,
এসেছিলেন পুরুষোত্তম!
কিন্তু এই ক্ষণে,
আপন অস্তিত্বের ভার,
তুলে নিতে হবে,
নিজেরই কাঁধে!
বছরের প্রতিদিন,
হয়ে উঠবে নারী দিবস,
একক ৮ঐ মার্চ নয়,
আছে যেখানে –
শুধু দিবস,
শপথগুলি নয়!!
– কুণাল রায়।