কুণাল রায়।
মাঘ মাসের পুণ্য লগ্নে,
এলে তুমি মর্তধামে,
পরম কল্যাণ সাধনের অভিপ্রায়,
শুক্লা পঞ্চমীর এই পুণ্য তিথিতে!
তুমি সরস্বতী,
সারদা, বীণাপানি,
হয়েছিলে অন্তঃশীলা,
বিনায়কের অভিশাপে।
তবুও তুমি,
এক অশেষ বহিঃপ্রকাশ,
এই ত্রিভুবনে।
সকল আঁধার ঘুচিয়ে,
বর্ষিত করছ আলোর ধারা,
ধন্য আমরা,
এই মুহূর্তে!
শ্বেত বস্ত্রে পরিবৃতা,
শ্বেত পদ্মে আসীনা,
শ্বেত চন্দনে লিপ্ত,
শ্বেত হংস বিরাজমান!
তুমি দ্বিভূজা,
তুমি সহস্রভূজা,
তুমি ব্রহ্মার গৃহিণী,
জগৎ কল্যাণী,
বিশ্বরুপে,
বিশালাক্ষী।
স্নিগ্ধ পরশে,
কর পবিত্র মোদের,
এই তব প্রার্থনা আজ!!