কুণাল রায়।
বহু যন্ত্রণা,
বহু অশ্রুজলের বিনিময়,
এই দিন,
সাধের দিন,
স্বপ্ন পূরণের দিন,
মুক্তির দিন,
প্রজাতন্ত্র!
ফুল মালা পতাকা নিয়ে,
বেড়িয়েছে ওরা,
ঈশ্বরের অবহেলিত যারা,
মেঠো পথ ধরে,
এসেছে তিলোত্তমায়ে!
জঠরের জ্বালার মাঝে,
এক টুকরো আনন্দ আকাশ,
খুঁজে নিতে,
এক চিলতে হাসির মাঝে,
বাঁচার স্বপ্ন দেখা!
এক সোনালী আকাশ,
এক রাজকীয় প্রদর্শনী,
অবাক আমরা সকলে,
বজ্রের মত কঠিন ওরা,
চায় না ওরা হাততালি,
চায় না সহানভূতি,
চায় এক মুক্তি,
চায় এক জীবন,
নতুন,
নবীন,
সুন্দর,
আজ প্রাতে!!
– কুণাল রায়।