কুণাল রায়।
শিশির বড্ড ভালোবাসি তোমায়,
তাই মুছে দিতে চাই নিশিবেলা,
নিশিকালে চিন্তা করি তোমারই কথা –
কবে আসবে তুমি?
পড়াবে আমায় সোহাগের মালা!
তৃপ্ত চারিদিক শিউলি চামেলির গন্ধে,
ঘাসে ঘাসে ভাসে যেন হীরকযুক্ত মুক্ত দানা,
পা ফেলতে লাগে লাজ –
বুকে বেজে ওঠে এক অনন্য বাজ!
কেমন করে আলিঙ্গন করব তোমায়?
সেই কথাই বাজে মনের দ্বারে বার বার।
প্রেমের ছলে স্পর্শ করল কায়া,
অম্লান ভোরের শিশিরের মায়া,
এমনি ভাবে প্রণয় পায় এক নতুন ভাষা,
তুমি কালজয়ী ওগো মোর প্রভাতের শিশির ভেজা!!
– কুণাল রায়।