কুণাল রায়।
দাম্পত্যের স্পর্শ বিহীন তুমি,
বৈবাহিক সূত্রে আবদ্ধ নও তুমি,
সম্পর্কের বহির্ভূত তুমি,
তবুও এক অসামান্য উপস্থিতি তোমার-
এই সমাজের বুকে,
বাবুদের হৃদয়,
আলো আঁধারের ছায়ায়ে,
এক বিন্দু রহস্য!
প্রতি রজনীতে কামনা চরিতার্থে,
বাবুদের প্রবেশ অন্দর মহলে-
তুমি-
আপন লজ্জা বিসর্জন দিয়ে,
আপন করে নাও লাঞ্ছনা!
সর্বনাশের অনল গ্রাস করে তোমার কায়া!
নয়নের কোনে অশ্রুবিন্দু,
রুধীর রঞ্জিত করে তোলে তোমার চিত্ত!
অসহায় তুমি,
পরিত্রাণ বহুদূরে,
রক্ষিতা তুমি যে,
এই একমাত্র পরিচয় আজ!
মুহূর্ত অতিবাহিত হয় আপন খেয়ালে,
রজনী শেষে ভোরের মৃদু আলো-
প্রবেশ করে কক্ষে,
শয্যা ত্যাগে-
পড়ে থাকে এলো মেলো স্মৃতিগুলো,
যা পায়নি কোনও দিন প্রেমের পরশ,
যা পায়নি এই সমাজের স্বীকৃতি,
যা পায়নি ভিন্ন এক রজনী!!
– কুণাল রায়।
