কুণাল রায়।
বছর বিদায় নিচ্ছে নীরবে,
রয়ে যাবে মুহূর্তগুলো এই স্মৃতিপটে,
এই বছরে কি পেলাম, কি পেলাম না?
হিসেব থাক কোনো এক কোণায়!
রাত্রি শেষে, উদিত হবে নতুন সূর্য,
ছড়াবে সোনালি আভা সর্বত্র,
পাখির কলতানে বিষাদ ভুলবে সকলে,
ইচ্ছেপূরণের ডানা মেলে উড়ে যাবে মন আবার!
চঞ্চল স্রোতস্বিনী বইছে যেমন,
আগামীদিনেও বইবে তেমন,
যা ছিল অপূর্ণ –
পূর্ণ হবে এই মধ্যরাতে!
বার্তা বিনিময়, শুভেচ্ছা জ্ঞাপন,
আছে সবই আজ ঝোলায়,
অশ্রু নয়, আছে শুধু আনন্দধারা,
বইবে যা এই হৃদয় ভুবনে সর্বক্ষণ!!
– কুণাল রায়।