শুভদীপ
স্বাধীনতা তোমার জন্য গঙ্গায় শবদেহ আটকাতে চাই,
সমাজ মাধ্যম হাসপাতালে ফাঁকা বেডের খোঁজ দেয়,
স্বাধীনতা তোমার জন্য অতিমারীতে সবার টিকা চাই।
স্বাধীনতা তোমার জন্য ফাস্টট্র্যাকে ধর্ষণের শাস্তি চাই,
মিডডে মিল ছোট্ট পেটে ভীষণ খিদের জ্বালা মেটায়,
স্বাধীনতা তোমার জন্য এই সমাজে নেশা মুক্তি চাই।
স্বাধীনতা তোমার জন্য ক্ষেপণাস্ত্র ভুলে সমঝোতা চাই,
যুদ্ধ বিমানে ভোট না দিয়ে স্বাস্থ্য বাজেটে চোখ সরায়,
স্বাধীনতা তোমার জন্য শহীদ নয় সীমান্তে শান্তি চাই।
স্বাধীনতা তোমার জন্য নতুন গ্রহে উপনিবেশ পাই,
পরমাণু কেন্দ্র বিদ্যুৎ দেয়, চাঁদে রোভার হেঁটে বেড়ায়,
স্বাধীনতা তোমার জন্য রানসমওয়ার নয় হ্যালিসিন চাই।
স্বাধীনতা তোমার জন্য জর্জ ফ্লয়েডের শ্বাস ফিরে চাই,
দলিত ছেলে স্কুলে পড়ে, কল্পনারা মহাকাশে যায়,
স্বাধীনতা তোমার জন্য অলিম্পিকে মেডেলের লড়াই।
স্বাধীনতা তোমার জন্য সংরক্ষন ছাড়া সুযোগ চাই,
বিচার চিটফান্ডের, পরিযায়ী শ্রমিক ঘর পৌঁছায়
স্বাধীনতা তোমার জন্য সাইক্লোনে ত্রাণের চুরি বাঁচাই।
স্বাধীনতা তোমার জন্য প্রাণ বাঁচাতে দাবানল নেভাই,
প্রকৃতির সাথে সহভাব শিখি, সমুদ্র দূষণ করি যাচাই,
স্বাধীনতা তোমার জন্য বিশ্ব উষ্ণায়নের সংবরণ চাই।
স্বাধীনতা তোমার জন্য সম্প্রদায় নয় মানুষ চাই,
সমকামীতা খোলা হাওয়া, নিরপেক্ষ হোক খবরের দায়
স্বাধীনতা তোমার জন্য অনুরণন বাইশটি মাতৃভাষায়।