Alekh

সময় চিনিয়ে দেয় কখন কী পাওয়া যায়,
সব ঋতুতে প্রকৃতি ভিন্ন স্বাদের ফল দেয়;
চলার পথে সময়ের বাঁকে কত বন্ধু আসে,
প্রকৃতির ন্যায় আসে যায় কেউ বা থাকে পাশে।
শক্ত নরম বোঝা যায় নিজ হাতে তা ধরলে,
স্বাদ কিন্তু বোঝা যায় জিভের ডগায় ফেললে;
এক সাথে না চললে আর বিপদে না পড়লে
বোঝা কঠিন কে কত আপন এই ধরাতলে।
সহজলভ্য বলেই নুন পড়ে থাকে রাস্তায়,
দুঃসময়ে নাড়লে কড়া ভালোবাসা চেনায়;
বিপদ কালেই উপদেশের বন্যা বয়ে যায়
মহার্ঘ সাহায্যের হাত পাওয়া খুবই দায়!
খুব সহজে নৌকা চলে লাগলে পালে হাওয়া ,
হাওয়া শূন্য উজানে কঠিন যে নৌকা বাওয়া
দুর্মূল্য সাহায্য যদি একবার যায় চাওয়া
পরামর্শ কী উপদেশ সহজে যায় পাওয়া!
বিপদকালে যদি কেউ হয়ে পড়ে বিমর্ষ,
না চাইতেই পেয়ে যাবে সে হাজার পরামর্শ!
হাজারের কাছে চাইলে সাহায্য করে নাতো কেউ
একজনকে বললেই আসে উপদেশের ঢেউ!

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *