Alekh

আলতাপেড়ে মন এয়োতির মত লাজুক…..
কলমিলতার কচি শরীরে গাশিউরোনো নরম।
আমাকে ঐ জলজ যৌনতায় আশ্লেষে বাঁচতে দাও !
বারুদের বীভৎস নরক আসঙ্গ থেকে বাঁচাও।
ওগো আমি চোখ ধুয়েছি জোছনার তরলে….
গুঁড়ো গুঁড়ো ঠান্ডা সবুজে ভরপুর পাকস্থলি
কটা দিন জীবনকে বেঁধে রাখি মধুমঞ্জরী পাকে….
তারপর মেনে নেব নরকাগ্নি তুষ, যদি দাও!
আজ এসো সরীসৃপ প্রেমে শঙ্খ লাগাই !

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *