Alekh

যেও না নদীর ধারে, গা ছমছম সন্ধ্যাকাল
তবুও মন যায় সকল বাঁধা ফেলে
মণষাকে করে জয়।

চিবকা দেবীর মন্দির প্রাঙ্গণে আমরা পাঁচ নগর বাউল
মরা নদীর বুকেও আজ যৌবন জোয়ার
মন হয়ে যায় কাপালিক
কে জানি কে কোথায় দিয়েছে বাঁধ উজান দেশের পারে
যৌবন জল তবুও যায় গড়িয়ে, কে রুখিবে তারে।

সংসার বিবাগি রাখাল সন্ন্যাস চিবুকের নিয়েছে ভার
শিব জ্ঞানে তারে পুজো দিয়ে যাই, তুমি ব্যাটা কোন ছাড়।

গুড়-গুড় ডাকে জ্যেষ্ঠের আকাশ সামনে বর্ষাকাল
ছায়া দিয়ে যায় ঋষি বটগাছ মানে না শীতকাল।

তমাল বৃক্ষের গায়ে জড়ানো লাল বস্ত্র খন্ড
কৃষ্ণের আবাস হোক না হোক সেখানে
উথলা হালের তরুণী মন
অনেক মিথের অন্তরালের কথা জানে রাখাল জন।

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *