Alekh

সেটা ছিল ফুলস্জ্জার রাত
সুনসান নীরবতায় এ্যাপার্টমেন্টের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন-ঠোঁটে সিগারেট সেঁটে
বিচিত্র ধূম্রকুণ্ডলী ছাড়ার নিত্যদিনকার কু-অভ্যাস
পরিত্যাগ করে বর মহোদয় মুখে চকোলেট পোরে,
হাতে একগুচ্ছ গোলাপ সমেত সাতপাঁকে বাঁধা তার
নবপরিণীতার হাতে তোলে দিয়ে মিষ্টি শব্দ ও গন্ধের
ফাঁকে ফাঁকে সম্মুখের অনাগত নতুন দিনের যাত্রাপথে
পা-রাখার স্বপ্নমধুর কথোপকথনে যখন ব্যস্ত- তখন রাতের গভীরতার অন্ধকারে নেমে আসে বৃষ্টির মুষলধারা…

আহা ! কী এক শিহরিত আনন্দের আতিশয্য !
মুহূর্তেই দুয়ার খোলেম,
ত্বরিতগতিতে সিঁড়ি বেয়ে ছাদ-অভিমুখে ছুটে চলা বঁধুয়ার অনুগামী চট্জলদি বর বেচারার প্রাণপণ আহ্বান-
‘ রাত যে ভোর হয়ে এলো, ফুলগুলো সব বাসি হয়ে যাবে তো !…
‘ কিচ্ছু হবে না-উপরে চলে এসো ‘ বলে- বঁধুয়ার পুনরুক্তি- ‘ দ্যাখো-পুষ্পসজ্জাকেও হার মানাবে
যদি রূপাল রঙের এই অঝোর বারিধারায় স্নাত হই দুজনেই।
নিদ্রালু চোখে যুগল শয়ানে হাজারো ফুলের মেলার স্বপ্নের
সে-কী বিভোরতা !
শান্ত প্রভাতে যখন চোখ মেলে তাকায় দম্পতি- তখন অনন্য অভিজ্ঞতা আর বৃষ্টিভেজা ক্লান্তির ঘূর্ণাবর্তে
উপভোগ করে নেওয়া এক অবারিত ফুলসজ্জার অন্য রাত।

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *