ঠিক জানি একদিন পেরিয়ে যাবোই মানবিক কলঙ্ককাহিনী,
এই বিষ, করাতের দাঁত।
কারণ আমরা তো বৃক্ষশিশুকে জন্ম দিয়েছি বারবার,
কারণ আমরা তো গাছের শিকড় ছেড়ে
এক পা-ও এগোতে পারিনি একা,
কারণ আমরাই আকাশ দখল করে ছড়িয়ে দিয়েছি ডালপালা, সন্তান সন্ততি।
করাত না বিষ, কোনটা বেশি ঘাতসহ?
প্রথম আঘাতে আমি ব্যথা দিয়ে প্রত্যাঘাত করি,
অন্তঃস্থল কেঁপে ওঠে দ্বিতীয়তে..
পাতায় পাতায়, মর্মরের ভাঁজে ভাঁজে মৃত্যুগান বাজে,
পাতা ঝরে,সঙ্গে পরাগ রেণু,
তারা শিকড়েই ফেরে বারবার।