১
ঘটনা স্থম্ভিত হয় এমনই তা তীব্র বিস্ফোরণ
যেন শত নক্ষত্রের ক্রোধ
অথবা তীরের বেগে ছুটে গেলো ঢের ঢের
পর্বতের মন
অথবা এসব নয়, প্রকৃতির ঠান্ডা প্রতিশোধ
তখন তখন
পুনরায় প্রাণ পায় মেধাবী, অবোধ
ধারাজলে কেঁপে ওঠে ব্যাঙাচি, তেচোখা মাছ
আমরুল পাতা দোলে, দোলে রাঙচিতা
আগুনের ফুলকিতে
বানানের ভুলটিতে
দ্বিধাভরে ওড়ে, ওড়ে একটি কবিতা
২
ডানা দুটি ঝাপটাবে, মনে হবে পাখি
তবে কিনা অতিকায়
ক্রমে ক্রমে গতি পায়
ঠোঁটে খুঁটে তারা খায়
সম্পূর্ণ আকাশ ঢাকে, হতে পারে কিয়দংশ বাকি
রাত্রির আকাশ যায় ভেঙে ভেঙে, তার ফাঁকে ফাঁকে
একাধিক লাল সূর্য, ছটি চাঁদ। তিন-চার সে সৌর জগৎ
আরেক আকাশ ঠিক এইবার দেখা যেতে থাকে
থেমে যায় রথ
ভারত সাগর ভাবে, সাহারার মরু চুপ
বিস্ময়ে তাকিয়ে থাকে হিমালয় সহ যত পাহাড়-পর্বত
সহসা সকল দৃশ্য
মুছে দেয় শীত-গ্রীষ্ম
মনে হয় ফাঁকি
রোগে ভোগে ক্ষীণ
চলে যায় দিন