কিছু না বলেই ভোঁতা করে গেছ,যতখানি আমি
শরীর এখন যত্রতত্র বয়ে যাওয়া বারোমাস।
সারাদিন মনে মনে ওঠবস। তবু তো কিছুতে
শাস্তির পাহাড় চূড়া স্পর্শ করা হচ্ছে না আমার
গাছপাতা চুঁইয়ে আসা আলো আজো সিম্ফনি মেখেছে
ফেরিওলার নিস্তেজ ডাকের উপর আলোছায়া
বরফি কেটে তুলছে।মনে কত তার তারের জঞ্জাল
সুর বেঁধে দিতে কোনও সুরদাস পৌঁছবে এ পথে?
প্রতীক্ষার এই ঘন কালো মেঘ বাঁচিয়ে রেখেছে।
লালাঝরা কুত্তার মতো খাটাই হে আমার অন্তর
কবে ভালো না লাগার মেদ গলে বাষ্প হবে আর
পুবাকাশ ঝকঝক করবে নীল তুলোর সফেদে
তোমার প্রাণের কাছে শুধু এক ইচ্ছে রেখে আসি
আমার ভিতরে যত ভাঙচুর তাকে রাখতে দিও