এভাবে নিঃশর্ত সমর্পণে তুমি জল হয়ে গেলে আমার যে আর কোথাও যাওয়ার থাকে না।
বুকের ব্রহ্মপুত্র জুড়ে বারবার প্রতিধ্বনিত হয় — “হারাবার পথ’টাও এখন হারিয়ে গেছে।”
সেই কবে থেকে কাদামাটি মনটাতে পরমার স্পর্শ দিয়ে রেখেছ।
আমার আমি-তে আর কতটুকু পলাতক হয়ে থাকতে পারি?
শিরোনামহীন একটা শ্রাবন্তী দখলের কাছে আমার অনন্তের পথটাও যেন বিগলিত হয়ে যায়।
পুরো আকাশটা জামদানি আঁচলে ছেয়ে গেলে সহস্র ‘তুমি’-র তুমুল ঝড়ে আমার ঠিকানা হয়ে ওঠে শ্রাবণের কারুকাজ।
তবু যাওয়ার পথে কোনো বাধাই তো টিকে না , প্রস্থানের পথ যে চির উন্মুক্ত।
সকল আলিঙ্গনের শেষে দূরত্বকে মেপে নিতেই হয়।
এই দূরে যাওয়া শূণ্যতার জলছবি নয় , এ যাওয়া পিছুটানে বাঁধা এক নিটোল আলপনা।
আমি শোকাহত।
বিদুষী কবির অকাল প্রয়াণে খুবই মর্মাহত। উনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। না ফেরার দেশে উনি যেখানেই থাকুন না কেন, উনি যেন শান্তিতে থাকেন– এই কামনাই করছি।
ভালো লাগলো
অসামান্য লিখলেন দাদা