ভাঙা চাঁদের জোছনা
বিস্ময়কর জোয়ারে আজও সামন্তবাদ
আনাচেকানাচে
আধপেটা মজুরেরা হাড্ডিসার দেহে
স্বপ্ন দেখে
যে স্বপ্নে আত্মাহুতি দিয়েছিলো ওরা
প্রায় দেড়শ বছর আগে
এখনও একই স্বপ্নের চাষ হয়
ঘামঝরানো স্বপ্নেরা বাজার পর্যন্ত যেতেই
মুষড়ে পড়ে
কলোনির ময়লা ঘরে প্রেম নামে চাঁদের আলোয়
অমাবস্যা এলে পরকীয়া চাঁদ মুখ লুকোয়
দুর্বিষহ জীবন দুর্বিপাকে আবর্তিত হয় হরদম
রোষানল জ্বলে ওঠে পুরনো ইতিহাসের ধাঁচেই —–
পৃথিবীকে গড়িয়ে দিচ্ছে ওরাই
ওদের রক্তে কেনা সম্ভ্রম নিয়ে রাজনীতির পাঠ চলে
ওরা সেই আজও একইভাবে ভাঙা চাঁদের জোছনার অপেক্ষা করে
কবিতা লিখি রক্তের ধারায়
রাজপথ আর ফুটপাত একই সমতলে
ওদের দীর্ঘশ্বাসের অভিশাপ মাথায় নিয়ে ওনারা বিশ্বসেরার মুকুট পান — ৷
প্রথম আকাশ দেখা
বিধ্বংসী সময়ের মুখে দাঁড়িয়ে
বাঁচবার আকুলতা
শ্বাস নেয়ার আপ্রাণ চেষ্টা
পরিস্কার দিনের আলোও মিলিয়ে যায়
কঠিন অন্ধকারে
চেতনা বিলুপ্ত হয়
বিভ্রান্তির নাগপাশে স্মৃতিরা
কিছু একটা আঁকড়ে ধরবার চেষ্টা করে
রোমন্থনের ক্ষমতা হারিয়ে যায়
দূরে কোথাও একটা ক্ষীণ আলোর বিন্দু
ক্রমশঃ চোখের কাছাকাছি হয়
অন্ধকার গহ্বর থেকে বের হয়ে
সচকিত সংকেতে আবার
প্রথম আকাশ দেখা – ৷
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা