Alekh

পরন্তবেলা

এই মেয়ে তুই বৃষ্টি হলি কবে
তোর আঁচল কেন
লুটায় আকাশ তলে ?
তুই একলা কেন
নদীর পারে বসে –
চাঁদকে বলিস্ ডুবতে জ্যোৎস্না রাতে !
এই মেয়ে তুই বৃষ্টি হলি কবে
তোর আঁচল কেন
লুটায় আকাশ তলে ?
তুই আকাশটাকে ধরিস্ চেপে বুকে
নিঃশ্বাসটা বন্ধ করে
আলতো ছোঁয়া ঠোটের প’রে –
সিঁদুর মেঘ ছিনিয়ে আঁকিস সিঁথি –
এই মেয়ে তুই বৃষ্টি হলি কবে
তোর আঁচল কেন
লুটায় আকাশ তলে ?
তোর দুচোখ ভরা দুষ্টুমি
তোর দুচোখ ভরা জল
তোর লাগামছাড়া ভালবাসা
তবু করিস্ কেন ছল –
এই মেয়ে তুই বৃষ্টি হলি কবে
তোর আঁচল কেন
লুটায় আকাশ তলে ?
জানলা খুলে একলা মনে
কালবোশেখের আঁধার পানে
তাকিয়ে ভাবিস কোন্ পরানে
বাধবি সুখের ঘর –
সৃষ্টিছাড়া দস্যিমেয়েটা
উড়িয়ে আঁচল ঝড়ের হাওয়ায়
ছুটছে ভেঙে একলহমায়
জীবন খেয়ার তরী –
এই মেয়ে তুই বৃষ্টি হলি কবে
তোর আঁচল কেন
লুটায় আকাশ তলে ?
রইলো পরে স্বপ্ন দেখা
রইল পরে তাসের ঘরে
জীবন নিয়ে সিঁদুর খেলা –
রাতের শেষের আকাশ বুকে
মাথা রেখে শেষ বিকেলে
অকাল শীতের আশায় –
এই মেয়ে তুই বৃষ্টি হলি কবে
তোর আঁচল কেন
লুটায় আকাশ তলে ?
 
কায়া 
 
দিশাহীন পথে , 
পথ হারানোর গল্প এবার শুরু
একটা দিনের শেষে
নতুন যে দিনের শুরু ,
পথ দেখানোর আগেই
সে দিন হারিয়েছে দিশা ,
নাকি দিশাহারা হয়ে ঘুরেছে 
জীবনের আলোয় আঁধার !
কত বসন্ত এসে এসে চলে গেছে
রঙে রঙে রঙিন হয়েছে দিগন্ত
বিহগের ডানায় কত স্বপ্ন 
উড়ে উড়ে গেছে দেশে দেশে
কালের যাত্রাপথে আমার চেতনা
দিনের শুরুতে কেন খোঁজে
অসমাপ্তির অমোঘ বিবর্তন !
তুমিও কি শুনতে পাও
সে মহামন্ত্রধ্বনি ?
তুমিও কি শিহরিত  
তোমার মানস অন্তরে !
এসো হে তবে এ অরুণ আলোয়
পরমাত্মার অপার্থিব মোহে
হেঁটে চলি মিলন অন্বেষণে!
কবি পরিচিতি
 
ড. সহদেব বন্দ্যোপাধ্যায়
 
জন্ম কলকাতা জেলার পার্কসার্কাসে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর এবং বিজ্ঞানে পি এইচ ডি ডিগ্রী লাভ করেন। পিতা ছিলেন শিক্ষক এবং ইংরেজী সাহিত্যের একজন সুপন্ডিত মানুষ। বাড়িতে সাহিত্য পরিমন্ডলে বেড়ে ওঠা। বিদ্যালয় জীবন থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখা শুরু। ২০০৬ সালে প্রথম কবিতার বই প্রকাশ “ যেতে নাহি দিব ” প্যাপিরাস থেকে। বিগত ১৮ বছর ধরে পশ্চিমবংগ সরকার পোষিত বিদ্যালয়ের প্রধানশিক্ষক ।  ২০১৪ সালে ভারত সরকারদ্বারা “ জাতীয় শিক্ষক ” সম্মানে ভূষিত হন।  ২০১৭ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে “ পারুল শিক্ষা সম্মান ” এবং ২০১৭ ও ২০১৮ পর পর দু’বার ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ম্যানেজম্যান্ট থেকে “ বেস্ট ইন্সপায়ারিং টিচার ” সম্মানে ভূষিত হন।  ২০১৯ এ পর পর দুটি কবিতার বই প্রকাশিত হয় – প্যাপিরাস থেকে “ অপ্রকাশিত ” এবং ২৪ X ৭ থেকে “ অচেনায় চেনা ” ।  ধারাবাহিকভাবে কবিতা প্রকাশিত হয় “ আশ্রম ” , কানাডা থেকে। মূলতঃ রোমান্টিক কবিতা লেখেন। শখ লেখা , আঁকা , বই পড়া আর সিন্থেসাইজার বাজানো।  

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *