Alekh

অনেক তো হল মৃত্যু! 
চল এবার জীবনের কথা বলি, 
যে আগুনে ভস্মের রং সবুজ 
চল সেই ধোঁয়ার দিকে চলি, 
 
অনেক তো হল মৃত্যু 
চল এবার বৃষ্টির কথা বলি,  
যে মেঘ-জমিনে প্রেমের বসতি 
চল সেই প্রান্তরে নির্জন তাঁবু ফেলি, 
 
চল, হাতে নাও ম্যানড্রেকের রং তুলি 
চল, এঁকে ফেলি আতঙ্ক আর হাসি, 
তারপর জ্বেলে দেব সংহার আগুন আলো 
অথবা, আমরা কাঁদতে ভালবাসি, 
 
চল, লিখে ফেলি মহাকাব্যের মুখবন্ধ 
চল, পাঠ করি শ্মশানে জন্ম-শ্লোক 
তারপর চিতার আগুনে পুণ্য স্নান সেরে 
চল, খুলে ফেলি কবচ-মাদুলি আর সব নির্মোক… 

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *