Alekh

রাতের আকাশে খেলে স্তব্ধতা এক
সব পাখি ফিরে আসে নীড়ে । নদী
জলও শান্ত মনে হয় ঝির ঝিরে
বাতাস যেন খুশির বার্তা বয়ে আনে ।
ঘাসে ঘাসে শিহরিত আলোর রোশনাই
পাতায় পাতায় জমে শিশিরের ঘ্রাণ ।
ঝিল্লির রবে মুখরিত দিগন্ত বিস্তর
সুরে সুরে লাগে দোলা আনন্দ হিল্লোল ।

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *