ভুবনকে উজ্জ্বলিত করে তোলে একমাত্র অর্ক,
তাই তার সঙ্গে হতে পারে না কোন বিতর্ক।
আমাদের এই পৃথিবীর আর এক নাম ভুবন,
করতে হবে জীবন রক্ষার জন্য বীজ বপন।
ধরনীর বক্ষেই তবে জন্মাবে নতুন পল্লব-পল্লবী,
ফল-ফুল পাবে সমস্ত দেব-দেবী।
ধরনীর চারটি দিকে রয়েছে চারটি কোণ,
বলা হয় উত্তর-পূর্ব কোণই হল ঈশান কোণ।
ভুবনের আকাশে টুকরো টুকরো শুভ্র মেঘ ভেসে যায়,
সুন্দর সুন্দর মুহূর্তের স্মৃতি যেন চিত্র করে রেখে যায়।
এই ধরনীর বুকে বয়ে চলেছে বহু নদ-নদী, সাগর-মহাসাগর,
এখানকার ভূমিতে অবস্থিত বহু নগর-মহানগর।
হিমালয় থেকে সৃষ্টি হয়ে বাংলায় বইছে তিস্তা,
সকলের মধ্যে একে অপরের সঙ্গে রয়েছে রিস্তা।
সমস্ত প্রানীকুলের অবস্থান ভুবন জুড়ে,
তারা যেন বেঁচে রয়েছে প্রকৃতির সুরে।
গভীর বোধের প্রকাশ