বন্ধু তুমি কথা বল।তুমি আমার অক্সিজেন।আমি ভীষণ ক্লান্ত, ভীষণ একা।একাকিত্বের চাপ আর বইতে পারিনা।সকাল থেকে রাত অবধি শুধুই মুখ বুঁজে থাকা।গলা দিয়ে একটা গানও বেরোয় না।সেও এই অভাগীকে ছেড়েছে।প্রয়োজনে বলা কথা শুধু প্রয়োজন মেটায়।অতিরিক্ত কথাতেই অশান্তির আগুন।জ্বলেই আছে সর্বক্ষণ,শুধু সুযোগের অপেক্ষা।আর ভালো লাগে না।তিতিবিরক্ত হয়ে গেছে সংসার।জীবন প্রদীপ মুমূর্ষু ময়।ছন্দ বিহীন পথে শুধুই কর্তব্যের শিখা।প্রাণ ওষ্ঠাগত।কমতো হলো না।পঁচিশটা বছর ধরে এই কারাগারেহৃদযন্ত্রের শুধু দায়বদ্ধতা,কর্তব্যতা।বন্ধু তুমি কথা বল।আমি ভীষণ ক্লান্ত, ভীষণ একা। Post navigation একতরফা ভালোবাসা – স্বরলিপি দাস Feelings… – Kabita Samanta