রোদের উঠোন কাঁদে
আদ্যনাথ ঘোষ
(কবি শঙ্খ ঘোষ স্মরণে)
দুপুরের রোদ ঝরে সন্ধ্যার আকাশে।
সতেজ পাতাগুলো বিষাক্ত হাওয়ায়
দাউ দাউ আগুনে পোড়ে
অন্য ফুল পাতার সংসারে।
এখন মেঘেদের আকাশে
মেঘ জমে ওঠে
এসিড বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে বুকের উপর।
উত্তাপের প্রেম গলে বয়ে আনে বরফের স্তুপ।
তাই রোদের উঠোন কাঁদে
রাতের খোঁপায়
তৃষ্ণার প্রতীক্ষা আজ চোখেদের জল।
ঈশ্বরের দুপুর
আদ্যনাথ ঘোষ
সারাটা জীবন তুমি রূপকথার চাঁদ।
গোটা সৌরভ লুকিয়ে রেখেছ তোমার বিস্তীর্ণ মাঠে।
আঁধারের ঘাট দূরে বৈঠকে বসে
ঝাপট মারে সূর্যের চিত্রাজলে।
তবু তুমি গোটা চাঁদ হয়ে আসন পেতে বসে আছ জলরঙ জুড়ে।
তোমার শরীর ঈশ্বরের দুপুর
সবুজ স্বপ্ন হয়ে ঘুরে বেড়াও মানুষের ঘর সংসারে।
সব দুয়ার খোলা থাকে নতুনের প্রতীক্ষায়
তৃষাতুর চোখ দুইখানা ডানা হয়ে উড়ে চলে আঁধারের ভিতর।
আর আমি বড়শি ফেলে ঘোরের মধ্যে বসে থাকি-
যদি পাই তোমার স্নিগ্ধ আলোর স্ফুরণ।