শঙ্খ ঘোষ স্মরণেতৈলাক্ত দেওয়ালে যে টিকটিকিটা বারবার উঠতে গিয়ে পিছলে পড়ছেসে কিন্তু লড়াই ছাড়েনিমুষ্টিবদ্ধ যে হাতগুলো আক্রোশে শূণ্যে ঘুসি চালাচ্ছেসে শিরদাঁড়া সোজা করে লড়াই জিততে চায়তোমার ছড়ানো মুঠো মুঠো অক্ষরদিয়েছে তাদের হাতে নির্দিষ্ট আলোক বর্তিকাআগুন খেয়ে তারা বিজয় ভিক্ষুকআর তুমি…হিরণ্য গর্ভ আলো হতে হতে সেই অক্ষর ই রেখে গেলে…“আমি যদি নাও থাকি তবুও আমি ই পড়ে থাকে”। Post navigation বৃষ্টি এসেছিল – Tanmoy Saha স্বপ্ননীড় – বুদ্ধদেব সামন্ত