একদিন আমি যখন থাকব না
সে দিন তুমি বুঝবে
আকাশে বাতাসে সোনালী রোদের আলোয়
খুঁজবে সেই দিন খুঁজবে।
ভোরের বেলায় নরম ঘাসের আগায়
শিশিরের হীরের বিন্দুতে
খুঁজবে তুমি সাগরের ফেনায়
ঝিনুকের ভিতর মুক্তিতে।
শঙ্খচিলের শেষ রৌদ্রের
সোনালী সুন্দর ডানায়
কখনো বা দৌড়ে গিয়ে নদীর তীরে
মিলতে চাইবে মোহনায়।
বাবলা গাছের হলুদ ফুলে
সোঁদা গন্ধ যখন আসবে ভেসে
তখন আমি চলে গেছি
অনেক অনেক দূরের দেশে।
থাকবো আমি গাছের ডালে, পাখীর পালকে
পাহাড় চূড়ায় করব বাস
ভয় নেই পরশ পাবে
করবো না কো নাশ।