….রোহন – হ্যালো রিমি কি রে মুড অফ ?
রিমি – ক ই না তো তোর মাথা
রোহন – না মনে হলো মুখ অফ হলেই কল করবি কিন্তু এই শোননা রুমিকে ফোন করনা কি করছে ! অনলাইন আসে না
রিমি – হ্যা জানি তো ……নানা আমার মুখ মন ভালো আছে ……বেশ দেখছি টপার তো তাই পড়ছে আমার মতো নাকি ….
রোহন – থানকু সো মাচ তুই কিন্তু মুখ অফ করবি না মনে হচ্ছে তোর মুখ ভালোই আছে
রিমি – বাই ।
(মনে মনে – আমার মুড ভালো থাকলেও তুই থাকতে দিস বিশ্বাস কর আমাকে কখনো বুঝিসনা তুই দরকার ও নেই আর তোকে কি করে বলি আমার মুখ অফের কারণ তোর আদিখ্যেতা না আমার ভালোলাগে না এই ভাবে চলে না …..ভালো থাকিস কিছুক্ষণ পর )
রোহন – কি রে ওই আবার ডিপি সব হাইড করলি বাঁদর একটা ধুর
সারাদিন পরে সে বুঝল ওপারের মানুষ টা তাকে ব্লক করেছে কিন্তু কিছুই বুঝল না
…….সময় পরিস্থিতির চাপে অনেক কিছুই আমাদের করতে হয় যেটা আমরা চাই না আর কিছু সময় কাছের মানুষ টাকে ব্লক করা হয় নিজেকে ভালো রাখতে এটা কোনো অন্যায় যে মানুষ টা তোমার মনের কথা বুঝল ই না অন্তত তার জন্য ভেবো না সব সময় গোলাপ দিয়ে ভালোবাসি বললেই প্রপোজ করার যাই না সবাই পারে না…….তারা আজও কবিতা লেখে গল্প লেখে
সেই সব না পাওয়ার যন্ত্রণা থেকে ই কবিতার জন্ম হয়
একতরফা ভালোবাসা র প্রাপ্তি অনেকটা