Alekh

বলেছিলে অধিকার রাখবে না ফুলের বাসরে
তথাপি মগ্ন-ঠোঁট বুঝে নিলো হিসেবের খাতা
আজন্ম তৃষিত মন লেখা থাকে বুকের বোতামে
 
খদ্দরের পিঙ্ক রং ওড়নায় কোমল সুবাসে
হেসেছিলে সিঁড়ি-জলে পা ডুবিয়ে

তখন বিকেল দেখে অস্তের লোহিত প্রতিমা।

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *