ঘুরতে ঘুরতে আমরা নদীর কাছে যাই–
নদীরা মরতে মরতে ক্ষমতাবান হয়ে ওঠে
একদিন ক্ষমতার পিঠে জাহাজ চাপিয়ে
সমুদ্রের কাছে যাবো–
মরুভূমির মতো চিৎকার করে বলবো:
ভাগ্যাহত প্রতিটি উটের হত্যার বিপরীতে
বেড়ে যাচ্ছে মরুভূমির প্রাত্যহিক দীর্ঘশ্বাস
প্রতিটি দীর্ঘশ্বাস ধরে হেঁটে হেঁটে
অবশিষ্ট অরণ্যের কাছে যাই–
দাবানল ঠোঁটে ঘরে ফিরে এসে মুখ থুবড়ে পড়ি
আমরা সবুজে সবুজ ঘষে আগুন জ্বালাতে পারি–
আমরা মাছের খোলস পরে করুণ মৃত্তিকা ধরে হাঁটি–
দু’দণ্ড শুশ্রূষা পেতে প্রকৃতির কোল ঘেঁষে বসি–
আর তারা মরে যেতে যেতে করুণ শ্মশান হয়ে ওঠে
একটি পাঠমুগ্ধ কবিতা। অসাধারণ নির্মান ।