Alekh

নববর্ষ, নববর্ষ, শুভেচ্ছার সময়
নববর্ষের বরাভয় আনন্দ উদয়
পয়মন্ত হোক সালটা , সুন্দরের প্রকাশ
ভরুক মানবজমিনকে, অসুখের বিনাশ
দৈন্যদশার হোক অবসান , বিপর্যয় কাটুক
সকলের ঘরে আসুক অনাবিল সুখ
বুক-ভরা ভালবাসা মানবিক বোধ
জাগুক সবার মধ্যে , মেঘের পরে রোদ
যেমন উজ্জ্বলকান্তি নীলিমার প্রভায়
তেমন নতুন বর্ষ আয়রে আয় আয়
ঘড়ি ঘন্টা দিন মাস শতাব্দী বছর
আসলে গণণামাত্র কেজো সিলমোহর,
সময় অকূল এক মহাসমুদ্র সে
ব’য়ে যায় মহাবিশ্বে স্রোতোধারা-বশে,
মানচিত্রে রেখাবৃত্ত কল্পনা -বলয়
তেমনি বছর এক ধারণার বিষয়
সবার চব্বিশ ঘন্টা, কারো কমবেশী নয়
যে যেমন কাজে লাগায়, ততো সফল হয়
তাই এই নববর্ষ , নবজন্ম বিকাশ
সাধু হোক এই সাল আনন্দ-প্রকাশ ।

বদরুদ্দোজা শেখু-র জন্ম ১৯৫৫ সালে ফেব্রুয়ারীতে মুর্শিদাবাদ জেলার ঠাকুরপাড়া গ্রামে ।ক্ষুদ্রচাষী সাইফুদ্দীন সেখ ও গৃহবধূ ফজরেতুন্নেশা বিবির সন্তান। দারিদ্র্যের মধ্যেই গণিতশাস্ত্রে স্নাতকোত্তর ।পেশায় অবসরপ্রাপ্ত আধিকারিক। নেশায় কবিতা লেখালেখি। শোভা গোস্বামীকে বিবাহ করেছেন।

এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ অলৌকিক আত্মঘাত, দুঃস্বপ্নের নগরে নিভৃত নগ্ন,শব্দ ভেঙে সংলাপ,আরো থোড়া দূর,এবং পরী ও পেয়ালা ।তাঁর কবিতা অদলবদল , সপ্তাহ, দৌড় , কবিতীর্থ ,শব্দনগর, ঋতুযান ,একুশে বর্ণমালা প্রভৃতি পত্রপত্রিকায় প্রকাশিত । বিভিন্ন পত্রিকাগোষ্ঠী থেকে একাধিক সম্মাননা পেয়েছেন।- – – এছাড়া কবি “পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় স্মৃতি পুরষ্কার ২০২০” – অন্যতম বিশেষ সেরা সম্মাননা পেয়েছেন

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *